শেরপুরে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার ভুট্টাবোঝাই ট্রাক আটক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একটি ভুট্টাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ কাউকে আটক করতে না পারলেও মাদকদ্রব্য বহনকারী ট্রাকটি জব্দ করেছে। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বুক্ত পরিমাণ ফেন্সিডিল ও ট্রাক জব্দ করে পুলিশ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান জানান, ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ (ঢাকা মেট্রো ট-১৩-০৭৬৯) মাদক পাচার হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। তখন পুলিশ উপজেলার উত্তর প্রবেশদ্বার দশমাইল এলাকায় অবস্থান নেয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালক বেপরোয়া গতিতে ট্রাক চালয়ে যেতে থাকে। পুলিশও ট্রাকটির পিছু ধাওয়া করে। এসময় ঘোগা ব্রিজ এলাকায় ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার কওে ট্রাকটিকে জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারা জানান।