কলমাকান্দায় ফের পাহাড়ি ঢল ও বর্ষণে ২৫০ গ্রাম প্লাবিত দুর্গত এলাকা ঘোষণার দাবি
কলমাকান্দা থেকে রিনা হায়াৎ
নেত্রকোনার কলমাকান্দায় ফের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়েনের ২৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে প্রায় তিন হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের পাকা সড়ক ও স্থানীয় সংযোগ রাস্তাঘাট পানির নিচে গেছে। ওই সব সড়কে যান চলাচল বন্ধ। খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট। পুকুরে মাছ নেই। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসতে পারছে না। পানিবন্দি ৫ হাজার পরিবার।
দু্থসপ্তাহ আগেও এ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পর পর দু'দফায় পাহাড়ি ঢলের কারণে দিশেহারা ৫০০০ ক্ষতিগ্রস্ত পরিবার। উপজেলার ৮টি ইউনিয়ন এর মধ্যে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বড়খাপন, খারনৈ, কলমাকান্দা, রংছাতী ও পোগলা ইউনিয়ন। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার গভীর উদ্বেগ প্রকাশ করে জানান কলমাকান্দা উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বলেন, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে পর পর দু'দফায প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর ও মৎস্য চাষিদের পুনর্বাসনের কর্মসূচি গ্রহণ, বিধ্বস্ত রাস্তাঘাট মেরামত, ধসে যাওয়া ব্রিজ কালভার্ট পুনঃনির্মাণ করার বিষয়ে সদয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।