স্বজনদের নীরব কান্নায় মীরসরাই ট্রাজেডির ৮ম বার্ষিকী পালিত
মীরসরাই প্রতিনিধি
মীরসরাই ট্রাজেডির ঐতিহাসিক দিনে ৪৫ জন নিহতের প্রতিটি ঘরে আয়োজন হয়েছে সাধ্যানুযায়ী দোয়া মোনাজাত বা প্রার্থনা। বিদ্যালয় আঙ্গিনায় স্থাপিত স্মৃতিসৌধ আবেগ ও সেই মরণ খাদে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির, কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন ফেরদৌস হোসেন আরিফ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল বেদনাথ, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির মাস্টার, ট্রাজেডিকালীন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, শাহিনুল কাদের চৌধুরী, তোফায়েল উল্লাহ চৌধুরী ও সরোয়ার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।