শুধু কান পেতে রই...
কিছু বলারও নাই, করারও নাই। শুধু কান পেতে শুনি। আর অন্যায়ের প্রতিবাদ-প্রতিরোধ না করতে পারার ধিক্কার হজম করি। বিবেকের সাথে সমঝোতা গড়ি, তৃতীয় শ্রেণির ঈমানদারের পথ অবলম্বন করি।
প্রতিনিয়ত দেখতে হয়, শিশুর প্রতি হিংস্রতা, শিশু ও নারী নিগ্রহ, প্রকাশ্যে কুপিয়ে হত্যা, এমন সব নৃশংসতা। শুনি, গুজবকে কেন্দ্র করে মানুষ পিটিয়ে হত্যার খবর। কিন্তু প্রতিকারের লক্ষণ, নজির কোনোটাই নেই।
বুদ্ধিজীবী খ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত হতে দেখে কষ্টে ছটফট করি। আবার তাঁদেরই চামচাগিরি করতে দেখে হতবাক হয়ে যাই। কিন্তু চুপসে থাকি। সমাজ বিশ্লেষকগণ বলছেন, এটি কর্তৃত্ববাদী রাষ্ট্র এবং রাজনীতির
বিশেষ রূপ। তাছাড়া, মতামত চাপিয়ে দেয়ার প্রবণতাও এই কর্তৃত্ববাদের রাজনীতির বৈশিষ্ট্য, যা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এমনটি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রেও বিশেষ বাধা। সত্য গোপনের অভিপ্রায়। আজ বিশ্বজুড়ে রব উঠেছে, দেশে দেশে কর্তৃত্ববাদী সরকারের উত্থানে স্বাধীন সাংবাদিকতা বাধাপ্রাপ্ত হচ্ছে। এর সত্যিকারের সুরক্ষা দরকার।
পুনশ্চ : আশার বাণী এই যে, বিষয়টি নিয়ে যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে বৈশ্বিক সম্মেলন করেছে। সাহসের সাথে সত্য প্রকাশে অবিচল থেকে গণমাধ্যমকে এই পরিস্থিতি মোকাবিলা করতে আহ্বান জানিয়েছে তারা। আমরা সেই সুদিনের প্রত্যাশায়...।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।