চিলমারীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা পাঠদান ব্যাহত
চিলমারী (কুড়িগ্রাম) থেকে নিজামুল ইসলাম উজ্জ্বল
কুড়িগ্রামের চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই স্কুলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হওয়াসহ স্কুলে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে, স্কুল মাঠে পানি জমে রয়েছে। বিদ্যালয়টির মূল ফটকের সামনের রাস্তার ধারে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা বিদ্যালয় মাঠ থেকে অনেক উঁচু ও ভরাট হওয়ায় ড্রেনের সমস্থ পানি বিদ্যালয় মাঠে ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এ সময় বিদ্যালয়টিতে পাঠদানে আসা শিক্ষার্থী শাহরিয়া জান্নাত, রহিমা খাতুন, লুৎফা আক্তারসহ অনেকে জানান, সামান্য বৃষ্টি হলেই আমাদের স্কুল মাঠে পানি জমে থাকে। ফলে মাঠে আমরা চলাচল করতে পারিনা। ড্রেনের পানি স্কুল মাঠে জমে থাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। বেশি পানি হলেই স্কুল ছুটি দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী জানান, রাস্তার চেয়ে স্কুল মাঠটি নিচু হওয়ায় চারদিকের পানি স্কুল মাঠে জমে থাকে। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বিদেশ সফরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিম জানান, জলাবদ্ধতার ফলে বিদ্যালয়টিতে পাঠদান অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে আমরা অবগত আছি। বরাদ্দ পেলেই মাঠ ভরাটসহ পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।