বোনারপাড়া একটু বৃষ্টি হলেই সরকারি খাদ্য গুদামে হাঁটুপানি জমে
সাঘাটা (গাইবান্ধা) থেকে মাজেদ মাজু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামের ভিতরে একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে থাকে। এতে করে ধান, গম, চাল লোড ও আনলোড করতে এবং ব্যবসায়ীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
বোনারপাড়া সরকারি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, গুদামের ভিতরে সামান্য বৃষ্টিতেই এক হাঁটুপানি জমে থাকায় কাদার সৃষ্টি হয়। এতে করে ধান, গম, চাল এর গাড়ি লোড ও আনলোড করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। এমনকি শ্রমিকরা লোড ও আনলোড করার বিভিন্ন সময়ে কাদা পানিতে পা পিছলিয়ে পড়েও যায়। এছাড়া বোনারপাড়া সরকারি খাদ্য গুদামের ওসিএলএসডি কক্ষের ছাদের প্লাস্টার ধসে যাচ্ছে। এতে করে যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে গিয়ে দুর্ঘটনার ঘটতে পারে।
সাঘাটা উপজেলা ওসিএলএসডি রওশন আলী জানান, ওসিএলএসডি কক্ষটি বহু পুরাতন হওয়ায় ছাদের প্লাস্টার ধসে যাচ্ছে এবং অফিসের কক্ষে থাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।