ইরানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
জনতা ডেস্ক
উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আরব মিত্রদের সঙ্গে নিয়ে ইরানকে সত্যিকার অর্থেই কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করা হবে, তেহরানের এমন হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হলো। এদিকে যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞা প্রতিহত করতে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গীর।
২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে, দেশটির অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।. এক পর্যায়ে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এমন নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর প্রতি ইঙ্গিত করে অন্যান্য উপসাগরীয় দেশের তেল রপ্তানিতে বাধা সৃষ্টির হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জবাবে ইরানের উদ্দেশ্যে নতুন এই হুমকি দিল যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার আরব আমিরাত সফররত মাইক পম্পেও এক সাক্ষাতকারে বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ইরান সব সময়ই তৎপর। দেশটি এ আচরণ পরিবর্তন না করলে, পারস্য উপসাগরীয় মিত্রদের নিয়ে তাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ্তুইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষদের জন্য হুমকি সৃষ্টি করছে ইরান। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময়ই নজর রাখছে। বিশ্বের সব প্রান্তে তেল রপ্তানি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বহু আগে থেকেই আমরা এ প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক। আর এ জন্য দরকার হলে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধের কথা চিন্তা করা হবে। ইরানকে একটি স্বাভাবিক রাষ্ট্রে পরিণত করতে ওয়াশিংটনের পক্ষ থেকে সব ব্যবস্থাই নেওয়া হবে।
তবে যুক্তরাষ্ট্রের যেকোন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গীরী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও, তা মোকাবে?লা করার ক্ষমতা তেহরানের আছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু চুক্তি রক্ষায় ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, চুক্তির ভবিষ্যত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে একজন বিশেষ দূতকে শিগগিরই মস্কো পাঠাবেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।