দিনাজপুরে বিএনপি'র ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
জনতা ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দিনাজপুরে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করতে গোপন বৈঠককালে হাত বোমাসহ আটক ১৬ জনসহ বিএনপির ১০৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কোতোয়ালি থানার এসআই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আটক আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। আটক ১৬ জন হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মৃত খতিব উদ্দিনের ছেলে বখতিয়ার আহমেদ কচি (৩৭), নবাবগঞ্জ উপজেলার কুড়াহার এলাকার আবদুস সামাদের ছেলে
মো. সাখাওয়াত হোসেন (৪৮), তিখুড় গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. ওয়াকিল উদ্দিন (৫০) একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মানিকুল ইসলাম (৪৬), মোকসেদ আলীর ছেলে মাহফুজার রহমান (২৮), মৃত গোলাম রাব্বানীর ছেলে মামুনুর রশিদ (৪২), রাঘুবেন্দ্রপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে আবদুল নূর (৫২), একই এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে মো. জাকারিয়া (৩৪), মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (৫৮), মৃত গফুরের ছেলে আবদুল আলী বকুল (৪৮), সিদ্দিকুর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (২৫), হবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩৮), মৃত আবদুল মান্নানের ছেলে সিদ্দিকুর রহমান (৪২), ভোটারপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে মো. ফারুক (২৮), কমলদার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আখতারুজ্জামান (৩৪) ও দাউদপুর দমাই গ্রামের মৃত রজব আলীর ছেলে ফারসিদুল ইসলাম (৩০)। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, আটক ১৬ জনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কোতিয়ালি থানার মামলা নম্বর ৬৫। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান আসামিদের জিজ্ঞেসাবাদের জন্য প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেছেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।