আগৈলঝাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গৃহবধূ হত্যার এক বছর পর নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলার সন্দেহভাজন আসামি নিহতের স্বামী বিজয় ওঝা (৪০)কে মামলার বাদী এসআই মোশারফ হোসেন অভিযান চালিয়ে গ্রেফতার করেন। ওসি আারও জানান, ২০১৭ সালের ২৫জুন উপজেলার কোদালধোয়া গ্রামে বড় ভাই বিনয় ওঝার পাট ক্ষেত থেকে ছোট ভাই বিজয় ওঁঝার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী সীমা ওঝার (৩৫) লাশ উদ্ধার করেন এসআই মোশারফ হোসেন। লাশ উদ্ধারের ঘটনায় ওই সময় গৌরনদী সার্কেলের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ও তৎকালীন ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মোশারফ হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোষ্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। গত সোমবার প্রাপ্ত পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসক গৃহবধূর মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ করায় এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হত্যা, হত্যায় সহায়তা করা ও লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামা আমাসি করে মঙ্গলবার মামলা দায়ের করেন, নং-৮(১২.৬.১৮)। ওই মামলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন স্বামী বিজয় ওঁঝাকে তার নিজের পার্শ্ববর্তী বাড়ি থেকে গ্রেফতার করেন এসআই মোশারফ হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।