সুনামগঞ্জে শিক্ষার্থীদের সাংবাদিক সম্মেলন
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার দাবিতে সুনামগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের পৌর মার্কেটস্থ মোবারক ভবনের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে ছাত্রনেতা সুকান্ত দত্তের সভাপতিত্বে ও আসাদ মণি'র সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য। ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচায তার লিখিত বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের জরিমানা সম্পূর্ণভাবে বাতিল করে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে হবে। ফরম পূরণের শেষ তারিখ কলেজ খোলার পর ১৫ দিন বাড়ানো এবং ২০১৬-১৭ ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি বহাল রাখার দাবি জানান।
অন্যথায় এই দাবিগুলো পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা দেয়া হলো। এই সময়ের মধ্যে জরিমানা বাতিলসহ অন্যান্য বিসয়ে সুরাহা না হলে ধর্মঘট, আমরণ অনশন, হাইকোর্টে রিট গ্রহণসহ আরো কঠোর কর্মসূচি পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা শাকিব আহমেদ, শাহজামান, সৌরভ তালুকদার, মামুনুর রশিদ, আব্দুল বারী, অনিক মিয়াসহ কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।