সরাইলে হাইওয়ে পুলিশের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে মহাসড়ক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে রাকিবুর রহমান রকিব
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলা কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি ব্রিজের পাশ থেকে ড্রেজার মেশিনে মাটি কেটে নিচ্ছে হাইওয়ে পুলিশ। এতে হুমকির মুখে রয়েছে মহাসড়কের এই স্থানটি।
স্থানীয় লোকদের মতে, এটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ সনের ৬২ নং আইন-এর ১৬ ধারার পরিপন্থী। মাটির তলদেশ থেকে ড্রেজার মেশিনে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করছে পুলিশ। ফলে পাশেই ব্যস্ততম মহাসড়ক, দক্ষিণ পাশে পিডিবি'র বিদ্যুতের পাওয়ার সাব-স্টেশন, উত্তরপাশে গ্যাস ফিল্ড ও পশ্চিম পাশে হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাট হুমকির সম্মুখীন। সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, হাইওয়ে পুলিশ ফান্ডের টাকায় সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এই জায়গা থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে পাশেই সড়ক ও জনপথ বিভাগের জায়গাই ভরাট করছে পুলিশ। সেই জায়গার পাশে হাইওয়ে পুলিশ জমি কিনেছে থানা ভবন নির্মাণের জন্য।
সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়েই এখানে ড্রেজারে মাটি কাটা হচ্ছে। এতে মহাসড়কের কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানান হাইওয়ে ওসি। সড়ক ও জনপথ, সড়ক বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল মামুন জানান, মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গা থেকে এইভাবে মাটি ও বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। হাইওয়ে পুলিশকে এই ধরনের কাজে কোনো অনুমতিই দেয়া হয়নি। বিষয়টি তিনি সরেজমিন পরিদর্শন করবেন বলে জানান।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।