নাগেশ্বরীতে দুধকুমর নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে মজিবর রহমান
কুড়িগ্রামের নাগেশ্বরীর আনছারহাট দিয়ে দুধকুমর নদে সেতুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
দুধকুমর নদ ভাঙন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির ব্যানারে গত সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলা গেটের সামনে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, প্রভাষক ইয়াকুব আলী সরকার, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রবিউল আলম, দুধকুমর নদ ভাঙন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিক হাসান রাজা, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম রাজু, নাজিমুল ইসলাম বাবু, শফিকুল আলম আজাদ রাজ, আতাউর রহমান রাজু, শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।