সিরাজগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ব্যবসার দায়ে আটক ৫
জনতা ডেস্ক
সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও এবং কম্পিউটার সরঞ্জামসহ পাঁচ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) সদস্যরা। গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের এসএস রোড, মিরপুর ও স্টেশন রোড এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল বুধবার বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। আটকরা হলেন- মিরপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে আবদুর রহমান (২৩), একই মহল্লার মোশারফ হোসেনের ছেলে মারুফ হোসেন (২২), রেলওয়ে কলোনি মহল্লার আবু সামার ছেলে মো. শান্ত শেখ (২০), চর বনবাড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে তাইজুল ইসলাম (২৭) ও মাহমুদপুর মহল্লার আলম শেখের ছেলে আমিন শেখ (২০)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্নোগ্রাফি ভিডিওর ব্যবসা করায় ওই পাঁচ যুবকেক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি কম্পিউটার, পাঁচটি মনিটর, পাঁচটি মাউস, পাঁচটি কিবোর্ড, দুইটি হার্ডডিস্ক, একটি রাউটার, একটি পেনড্রাইভ, দুইটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।