আমাদের দেশের আবহাওয়া বিজ্ঞানীরা আবহাওয়ার যে পূর্বাভাস প্রদান করেন বাস্তবে ঘটে তার উল্টো। যদিও ঘূর্ণিঝড় সংক্রান্ত কিছু খবর সত্য প্রমাণিত হচ্ছে আজকাল। তবে শোনা যায়, ঘূর্ণিঝড় বা টর্ণেডোর খবরগুলো বিদেশ থেকে আমদানি করা।
চলতি বছর প্রচুর শিলা বৃষ্টি হচ্ছে। আকাশে মেঘ জমলেই শঙ্কিত হচ্ছেন কিষাণ-কিষাণী। শিলার আঘাতে কাঁচা আম ঝরছে- পড়ে যাচ্ছে পাকা ধান। আরো অনেক ফসলই নষ্ট হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতো শিলা বৃষ্টি কেন হচ্ছে? শিলা বৃষ্টির সাথে জলবায়ূর বিরূপ প্রতিক্রিয়ার সম্পর্ক কতোটুকু? গ্রীণ হাউজ প্রতিক্রিয়ার সাথে এই ঘটনার সম্পর্ক আছে কি না? ভূমন্ডলের উষ্ণতা বৃদ্ধি এই ঘটনার জন্য কতোটা দায়ী? আরো হাজারো প্রশ্ন আজকাল আমাকে তাড়িত করে।
পুনশ্চ : আশির দশক পর্যন্ত ডায়রিয়া রোগে লাখ লাখ মানুষ মারা যেতো। সামান্য খরচে স্যালাইন আবিস্কারের পর এখন ডায়রিয়া এক সামান্য রোগ। শিলা বৃষ্টি নিয়ে আমাদের দেশের আবহাওয়া বিজ্ঞানীরা এক্ষুনি ভাবনা শুরু করতে পারেন। নচেৎ অনেক ক্ষতির শিকার হতে পারি আমরা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।