ঢাকা মেডিকেলের শিক্ষানবিশ নারী চিকিৎসকসহ ৬ জঙ্গির বিচার শুরু
জনতা ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ঐশী ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকলিমা রহমানসহ জেএমবির ছয় সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা আমলে নিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা গত বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে বিচারের জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহারনগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন বলে পেশকার ফয়েজ আহমেদ জানান। আসামিদের মধ্যে আকলিমা ও ঐশীসহ পাঁচজন নারী। গত বছর ১৫ অগাস্ট ও এরপর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এই সদস্যদের গ্রেফতার করে র্যাব। মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী আকলিমা রহমান, খাদিজা পারভীন মেঘনা ওরফে মেঘলা, ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ, ঢাকা মেডিকেলের শিক্ষানবীশ চিকিৎসক ইসতিসনা আক্তার ঐশী, ফুয়াদ আল মাহাদী, সুলতানা বেগম ওরফে সুলতানা আক্তার কচিকে আসামি করে গত বছরের ৮ নভেম্বর অভিযোগপত্র জমা দেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল হক।
অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ১৪ অগাস্ট র্যাব-৪ জানতে পারে যে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে উত্তর খাইলকুরে বসবাসকারী জেএমবি সদস্য আকলিমা মিরপুর জনতা হাউজিংয়ে আরও জঙ্গিদের সঙ্গে মিলে রাষ্ট্রবিরোধী কর্মকা- করার ষড়যন্ত্র করছে। ঈদের দিন ১৫ তারিখে আকলিমাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অন্যান্যের সন্ধান পাওয়া যায়। তাদের কাছ থেকে মোবাইল ফোন সেট, পেনড্রাইভ, উগ্রবাদী বই, বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়। আসামিদের মধ্যে মাহাদী ও ঐশী জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, এ মামলায় রোকনুজ্জামান রানাসহ কয়েকজনকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দিয়েছিল র্যাব।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।