দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে ভারতীয় প্রতিনিধি দল আসছে
এনবিআর চেয়ারম্যান
সুনামগঞ্জ প্রতিনিধি
ভারত আমাদের ঘনিষ্ট প্রতিবেশী দেশ, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়াচ্ছি। চলতি সপ্তাহে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সেখানে ভারতীয় কাস্টমস, বিএসএফ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এসব সফরের মূল লক্ষ্য হলো ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা। আমাদের সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাবো। এখানে আসার উদ্দেশ্য হলো সীমান্ত বাণিজ্য কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সে বিষয়ে কাজ করা। গতকাল সকাল ১১টায় ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সদর উপজেলার ডলুরা শুল্কস্টেশন এলাকা পরির্দশনে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থ্থল বন্দরের চেয়ারম্যান তপন চক্রবর্তী, স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি, সুনামগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল, ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাস প্রমুখ। পরিদর্শনকালে তিনি ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শুল্কস্টেশন চালু করার বিষয়ে কথা বলেন। পরে ডলুরা শুল্ক স্টেশনের সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দর সঙ্গে মতবিনিময় সভা করেন। ভারতীয় ব্যবসায়ী বিপি সুরেকা বলেন, শুল্কস্টেশনটি চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারতের সেভেন সিস্টার রাজ্যের ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। সেভেন সিস্টারে বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য সামগ্রী রপ্তানি করতে পারবে। অন্যদিকে অপর ব্যবসায়ী মহেশ কুমার জালান বলেন, শুল্কস্টেশন এলাকায় একটি ইমিগ্রেশন ব্যবস্থা চালু করলে উভয় দেশের নাগরিকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দেরে বন্ধন গড়ে উঠবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।