সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে ৬ গ্রামের কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা যায়, সিরাজদিখানের শেখরনগরও চিত্রকোট ইউনিয়নের বরাম, আড়াইবাড়িয়া, গোষনগর-কার্তিকপুর, চিত্রকোট, কালিপুর এবং গোপালপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত একটি পাগলা কুকুর গ্রামের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমপক্ষে ১৫ ব্যক্তিকে কামড় দেয়। শেখরনগর ইউনিয়ন পরিষদের ৭নং সদস্য আ. মালেক খোকন বলেন, পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত শুভ রাজবংশী (৮), সাদিয়া আক্তার (৭), বিথি আক্তার (৮), শচীন্দ্র ম-ল (৬০), মাহিন (১০), বিকাশ (১১), ইয়ামীন (৩৮)কে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা পাগলা কুকুরটিকে দরার ও মারার জন্য চেষ্টা করছে। শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আহত অনেককে ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। পাগলা কুকুরের কামড়ে গ্রামবাসী এখন খুব আতঙ্কের মধ্যে আছে। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, ঘটনাটি আমি জানি। আহত অনেক রোগীই আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ব্যাকসিন না থাকায় আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি। তবে সকলকে ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে এ ভ্যাকসিন নেয়ার পরমর্শ দেয়া হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।