কমলনগরে শহীদ মিনার সংস্কারের উদ্যোগ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে অযত্নে-অবহেলায় পড়ে থাকা শহীদ মিনারটি সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
গত বুধবার বিকেলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে তিনি শহীদ মিনার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন। শহীদ মিনার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, শহীদমিনারের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে শহীদ মিনারটি সংস্কার ও আশপাশের পরিবেশ সুন্দর ও উপযোগী করে গড়ে তোলা হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।