'ফুলের মালা নয়, এখন সময় এগিয়ে যাবার'
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আর ফুলের মালা নয়। এখন সময় এসেছে এগিয়ে যাবার। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলকে সুসংগঠিত করে, দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ আহবান জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার। গত বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সহযোগী সংগঠনের আয়োজনে প্যানেল চেয়ারম্যানকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান তিনি। এ সময় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, শ্রমিক লীগের আহবায়ক আলমগীর হোসেন বাদশা, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন তালুকদার, কৃষক লীগের আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার উপস্থিত ছিলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।