শিক্ষার্থীদের দেশপ্রেমিক মানুষ গড়ায় শিক্ষকরা প্রস্তুত
উপাচার্য বাউয়েট বিশ্ববিদ্যালয়
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার এএইচএম শহীদ উল্লাহ, পিএসসি (অব.) বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটাতে হবে। তাদের দেশাত্ববোধে ও সৃজনশীলতায় উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধুদ্ধ করতে হবে। গত মঙ্গলবার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে বাউয়েট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সামার সিমেস্টার-২০১৭ ব্যাচে ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের বুনিয়াদি কোর্সের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অব.) জি এম আজিজুর রহমান এএফডবিস্নউসি, পিএসসি, এডিশনাল রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিঙ্ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আকরামুল আলীম প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।