ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ থেকে আজিজুর রহমান সালাম
ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পদ্মা সেতুর রেল লাইনের সাথে ঝিনাইদহে সংযোগ দেয়ার জন্য দাবি জানান হয়।
এ সময় বক্তব্য রাখেন ঝিনাইদহ নাগরিক কমিটির আহ্বায়ক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নারী নেত্রী ও সংগঠক শরিফা খাতুন, সমাজ সেবক আজিজুর রহমান সালাম, সংগঠক সাংবাদিক কামরুজ্জামান পিন্টু ,শিক্ষা মন্ত্রাণালয়ের কর্মকর্তা শাহিনুল ইসলাম, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কৃতী ফুটবলার আলাউদ্দনি বটু, প্রবীণ হিতোষী সংঘের মহাম্মদ আলী, উপজেলা চেয়াারম্যান আব্দুল আলীম ও বলাই কুমার বিশ্বাস। বক্তারা বলেন, বৃটিশ আমলে ঝিনাইদহে রেল লাইন চালু ছিল। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়ে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেল লাইন। ২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে দ্রুতই রেল লাইন চালু করার সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয় ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।