হিলিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক মহিলা সমাবেশ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বাংলা হিলিতে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সহকারী পুলিশ সুপার আবু হায়দার ফয়জুর রহমান, হাকিমপুর উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, ওসি আব্দুস সবুর প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।