বেগমগঞ্জে চাঁদা না দেয়ায় ওষুধ ফ্যাক্টরিতে হামলা মামলা করায় প্রাণনাশের হুমকি
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় এ্যামিটি ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের এক ওষুধ ফ্যাক্টরিতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। শুধু তাই নয় হামলাকারীরা প্রশাসনকে ম্যানেজ করে সেই ফ্যাক্টারিটি সিলগালা করে দেয়। এ ঘটনায় মামলা করায় চাঁদাবাজ সন্ত্রাসীরা মামালার বাদী শাহ আলমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। অভিযোগে জানা যায়, দক্ষিণ জিরতলী গ্রামের মৃত বদু মিয়ার পুত্র শাহ আলম ফাজিলপুর এলাকার কামাল হোসেন মোস্তফার কাছ থেকে ৫ বছর মেয়াদে অগ্রিম ২ লাখ টাকা ও মাসে ২৫ হাজার টাকা ভাড়ায় ৫ হাজার স্কয়ার ফিটের একতলা বাড়ি ভাড়া নিয়ে ২০১৪ সালের অক্টোবর মাসে এ্যামিটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কার্যক্রম শুরু করেন। একই সময় সেখানে তিনি প্রায় ৭ কোটি টাকার মেশিনারিজ যন্ত্রপাতি স্থাপন করেন। শাহ আলম ফ্যাক্টরি স্থাপন করতে গেলে বারইচতাল গ্রামের মৃত ওবায়েদ উল্যাহর পুত্র ফিরোজুল আহসান, সহিদুল আহসান ও কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রশাসনের নাম ভাঙ্গিয়ে শাহ আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রশাসনকে ম্যানেজ করে উক্ত অফিস থেকে ৫০ লক্ষ টাকার মালামাল থানায় নিয়ে আসে এবং কারখানাটি সিলগালা করে দেয়। পরবর্তীতে ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রশাসনের সিলগালাকৃত ফ্যাক্টরিতে হানা দিয়ে সহিদুল আহসান ও আবুল খায়ের স্বপনের নেতৃত্বে ৬ কোটি ৫০ লাখ টাকার মেশিনারীজ, স্বাক্ষরিত বস্নাংক চেক ও স্ট্যাম্প সহ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং কোর্টের আদেশ অমান্য করে সেখানে বেগমগঞ্জ এগ্রোফিড নামের একটি কারখানা স্থাপন করে। এদিকে প্রশাসন শাহ আলমকে না পেয়ে ফ্যাক্টারির কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার করে জেলে পাঠায়।
এ ঘটনায় এ্যামিটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মালিক শাহ আলম অভিযুক্ত ফিরোজুল আহসান, সহিদুল আহসানসহ ৯ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা দায়ের করেন। যার নং নং-৪৪৭/১৬। মামলাটি বর্তমানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করছেন।
এ্যামিটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মালিক শাহ আলম সাংবাদিকদের জানান, এ সব ঘটনায় আমি মামলা করায় আসামীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে এ ব্যাপারে বক্তব্য নিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।