আলোকিত জীবন গড়তে প্রতিটি মানুষের নিরন্তর প্রচেষ্টা। কিন্তু তার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়_ তা নির্ধারণই আমাদের দ্বিধায় ফেলে। নেতিবাচক চিন্তা পরিহারের পাশাপাশি যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত তা হলো নিজেকে অনন্য বা আলাদা ভাবা। নিজেকে কারো সাথে তুলনা না করা।
অন্যের সাথে নিজের তুলনা করার নেতিবাচক প্রভাব জীবনে এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। বরং নিজের মনের নেতিবাচকতা পরিহার করে ইতিবাচকতার লালনই উন্নত জীবনের পথ প্রসস্ত করে। ইতিবাচক অভ্যাস আমাদের জীবনে পরিবর্তন আনে।
নিজের চেয়ে শ্রেষ্ঠকে দেখে হতাশ হওয়া যেমন বোকামি, তেমনই নিজের থেকে নগণ্য বা ব্যর্থকে দেখে খুশি হওয়ারও কিছু নেই। আবার নিজে ব্যর্থ হয়ে অপ্রসন্ন চিত্তে অন্যের সাথে নিজেকে তুলনা করাও ভুল। নিজের ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে প্রতিটি মানুষই ভিন্ন, আমিও আলাদা, অতুলীয়।
পুনশ্চ: তুমি চাঁদ নও, নও নদী কিংবা ফুল। চাঁদ হতে যদি দূরে সরে যেতে। ফুল হতে যদি ঝরে পড়ে যেতে। তুমি যে তোমারই তুলনা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।