মীরসরাইয়ে নবীন প্রবীণ সমাজকর্মীদের মিলনমেলা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার মুহুরী প্রজেক্টে সমাজকর্মীদের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯১টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশ সমাজকর্মী অংশ নেয়। গত শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের আহ্বায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এঙ্াইস এন্ড ভ্যাট বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক সহকারী পরিচালক জসীম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) সোহানুর মোস্তফা শাহরিয়ারসহ প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।