ডিমলায় মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হকের ওপর সন্ত্রসী হামলার প্রতিবাদে ও হামলাকারী প্রধান আসামি ভূমিদস্যু শাহ আলমসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে গত বুধবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং এলাকাবাসীর ব্যানারে ঐ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা অমস্নান চত্বরে অনুষ্ঠিত ঐ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আমিনুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল বারী, রবিউল ইসলাম, আজিজুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী ও হামলার শিকার মুক্তিযোদ্ধা কমান্ডারের স্ত্রী নাজমা গোলাপ, বাসদ কেন্দ্রীয় নেতা লিটন তালুকদার প্রমুখ। এসময় অভিযুক্ত শাহ আলমকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জানা যায়, গত শনিবার দুপুরে বাবুরহাট গ্রামের মৃত, আবুল মনছুর ছেলে ও ডিমলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হকের ভোগ দখলকৃত বাবুর হাট মৌজার জেল এল নং-৩০, খতিয়ান-৮৭/৩ দাগ নং-৮০৬ এর ৪৫ শতাংশ জমি একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে, ভূমিদস্যু শাহ আলম (৫০) ও তার বাহিনী পূর্ব বিরোধের জের ধরে জবরদখল করতে গেলে সামছুল হক এটা অন্যায় বলে তাদের চলে যেতে বলেন। এসময় শাহ আলমসহ তার বাহিনী মুক্তিযোদ্ধা সামছুল হকের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা সামছুল হক বাদী হয়ে ডিমলা থানায় ৮ জন নামীয় ও অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করে মামলা নং-০২, তারিখ ৪/২/২০১৯ ইং দায়ের করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।