মহাদেবপুর হাটের সরকারি জায়গা দখলের অভিযোগ
মাহবুব মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
একটি প্রভাবশালী মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নওগাঁর মহাদেবপুরে হাটচকগৌরি হাটের সরকারি জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করায় হাট কমিটিসহ সাধারণ দোকানিরা ফুঁসে উঠেছে। এব্যাপারে ঐ হাট কমিটির বণিক সমিতির সভাপতি মো. হানিফ উদ্দীন ২৯/১১/২০১৮ নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত ঐসব স্থাপনা ভাঙা হয়নি এমন অভিযোগ ভুক্তভোগীদের। সূত্র মতে, ৭০/১ নং খাস খতিয়ান গোয়ালবাড়ী মৌজার আরএস খতিয়ানে ১০-এর ৪৯ শতক জমির মধ্যে দাগ নং-১৫৯, ১৮৯, ১৮৪, ১৮৫ ও ১৮৬ দাগ জোর করে ওসব প্রভাবশালীরা পাকা ঘর নির্মাণ করেন। এব্যাপারে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বকুল জানান, অবৈধভাবে সরকারি জাগায় ১০/১৫টি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। ঐসব অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিলে এই ঐতিহ্যবাহী হাটের আরও রাজস্ব বাড়বে বলেও তিনি জানান। স্থানীয় দোকানি সিরাজুল ইসলাম জানান ঐসব দখলদারদের কোনো কাগজপত্র যদি না থাকে তাহলে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার দাবি জানান। বাজার বণিক সমিতির সভাপতি মো. হানিফ উদ্দীন জানান, হাটের জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করার জন্য রাস্তা ও হাটের জায়গা দিন দিন কমে যাচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনা। তিনি জানান বার বার ঐসব অবৈধ স্থাপনা সরানোর জন্য প্রশাসনকে জানালেও অশুভ শক্তির বেড়াজালে অবৈধ দাখলদারি দাপটের সাথে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি দ্রুত ঐসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।