নবীনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার বিকালে 'শিক্ষার মান উন্নয়ন' বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) নেছার আহমদ।
অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এমএ মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু ইউসুফ ভুঁঞা, প্রফেসর ডা. মো. শরিফুল ইসলাম, অধ্যাপিকা নূরুন নাহার রুবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, জেলা পিটিআই সুপারিন্টেনডেন্ট এমএ মান্নান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মিসেস সেলিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, সু্কলের প্রধান শিক্ষক মো. নাসিমুল হক কাজল, ফাতেমা তুজ- জোহরা, মো.ফরহাদ, শিক্ষক মীর আলী আহমেদ মনির প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।