গুরুদাসপুরে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা তৈরি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় বক্তারা বলেন, বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কাজের দক্ষতা বৃদ্ধি, ভাষা শিক্ষা, ত্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাগত যোগত্য, দালালদের দৌরাত্ম, পচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, বিদেশ যাত্রা সহজলভ্য করাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।